হেমন্ত
-জয়শীলা গুহ বাগচী
অর্থাৎ...
আমি যা হেমন্ত তুলি
তা একটি ফেলে যাওয়া আয়না মাত্র
সেই মুহূর্তের পরিপাকজাত আমি বোধ
এই নীল তবে তোমার নয়
অতীতের নয় ভবিষ্যতের নয়
একটা জানালার
যাকে ' আমি ' নাম দেওয়া গেল
জানালা এখন কড়ি মা
জানালা সম্ভাব্য প্রসারতা
জানালায় চেতনা পারাপার...
শুধু সময়ের তুলনা এলেই সে কাঁপে
নাভিশ্বাসের হিম তুলে
ছবি ভাঙে
ভাঙে
ভাঙে
(ছবিঃ মেঘা বালুনি)
No comments:
Post a Comment