Tuesday, 19 December 2017

মৃগশিরার মাসের কবিতা ২

Image result for abstract black painting


কন্সট্রাকশন ওভারলোডেড
      - সুতপা চক্রবর্তী 



আঁচলের সুগন্ধ জমে গিয়ে ক্ষীর হতে
পারে না বলেই এখানে ওখানে পারফিউম ছড়ায়
উড়ালপুল খেয়ে হজম করতে গেলে দম নয়, জলকর লাগে।
রাস্তায় ঠোকা লাগার আগে দাঁতমুখ খিঁচিয়ে ওঠে যে লোকটা

তার ও একদিন শহর হবে!


(ছবিঃ শ্যারন কামিং )

No comments:

Post a Comment