Tuesday, 19 December 2017

মৃগশিরার মাসের কবিতা ৯

Daniel Lindh//   www.lab333.com  www.facebook.com/pages/LAB-STYLE/585086788169863  www.lab333style.com  www.instagram.com/lab_333  lablikes.tumblr.com  www.pinterest.com/labstyle

বিপরীত 
      - শুভঙ্কর পাল 

দেয়ালের মসৃণ বেগুনি রঙ
রং শব্দে বরং শীতের কোলাজ
ফুটপাতে আগুন ও জটলা
বিপরীত সমীকরণে ছেঁড়া কম্বলের ওম
হুইসেল দিয়ে ট্রেন স্টেশনের শেড ছেড়ে যায়
ওর গর্ভে শীত
হামাগুড়ি নেমে আসে পাহাড় দেখার লোভ
ততক্ষণে তিব্বতি লামারা নেমে এসেছে পাইন ভেঙে
বুদ্ধের রাগ নেই
তবুও সীমানায় আগুন জ্বালাচ্ছে কেউ

(ছবিঃ ড্যানিয়েল লিন্ড) 

No comments:

Post a Comment