Tuesday, 19 December 2017

মৃগশিরার মাসের কবিতা ১২

Douglas D. Prince  www.lab333.com  www.facebook.com/pages/LAB-STYLE/585086788169863  http://www.lab333style.com  https://instagram.com/lab_333  http://lablikes.tumblr.com  www.pinterest.com/labstyle


একা নহবত
                -সুমনা দত্ত


মেয়েটা একটু গম্ভীর।
স্কুলে পড়ায়।
খুব কম বয়সেই সংসারের হাল ধরেছে।

বন্ধুদের বিয়ে হয়।
চারিদিকে সানাই বাজে।
নহবত।

মেয়েটা ব্যাগ আঁকড়ে ধরে।
নিষ্প্রানভাবে স্কুল যায়।
ফিরেও দেখে না গোলাপ।
লাল টুকটকে কনে বউ।

মেয়েটার গলার স্বর কেউ শোনে না।
শুধু যখন রাত হয়, সব আলো নেভে,
চুপি চুপি তারা খসে বাড়ির ছাদে।

(ছবিঃ ডগলাস ডি প্রিন্স)

No comments:

Post a Comment