Thursday 2 November 2017

দেবদীপাবলীর কবিতা ৬

Image result for light abstract painting

পরনের শূন্যথান
    -অনন্যা ব্যানার্জী

অপেক্ষা করে আছি কখন আঁধারের গায়ে ছড় লাগবে বেহালাবাদক,বেদনার ধুন চিরে লাগবে আখের শ্বাস সজল।
আহত প্রতিবর্তে শিশির ধুয়ে ফেলবে রাতের কপাল, ছড়ে ছড়ে লাল হয়ে আসবে আঁচড়দাগ…যে কপাল করে এসেছি ভাবলে আমার সীমন্ত নাম পাবে সকালবতী….যার চোখের ডানা ছুঁয়ে উড়ান ফেলে যাবে সহস্র মরাল,একটি পক্ষীরাজ।

দুহাতের ভালে তার আশাবতী জন্ম নেবে আড়াইটি কোকনদ…অর্ধেক,ইজারা আমার।
মেঝেতে আমার মানুষ ঘষলে আশ্চর্য জ্বলে মণিবন্ধে,
যে শব্দের গ্রহণে নিভে আসে অঙ্গারের শাবক,তাকে খাক..খাক গিলে নিক সরলগরল,গ্রীবাটি প্রভাবতী।

এমত বিহ্বলে ঝালে শিস দিলেও গালিবের দৌত্য বেজে ওঠে…বিব্রত আমি মরা নাইটিঙ্গেল রাখি,অযুত অযুত,অস্তনাভ দানে।

(ছবিঃ ক্যারেন সালুপ)

No comments:

Post a Comment