সোহাগির _সংসার
-জয়া গুহ(তিস্তা)
শুকিয়ে আসা ঠোঁট জিভ বোলাতে বোলাতে অস্ফুট উচ্চারণে জানাল''জল''
টিনের চালে হেমন্তের হিম জাঁকিয়ে বসে এসময়ে
হ্যারিকেনের নিভু আলো,
জলের ফোঁটায় চিড় খাওয়া কাঁচের দাগ সুস্পষ্ট
ঠিক যেমন সোহাগির পাতা সংসার
বাপ মায়ের দেওয়া দু-গাছা চুড়ি আর পিতলের কলসির সাথে বেপাত্তা 'সে'
তিনমাস পেরিয়ে চার মাসে পা
ভেবেছিল কলকাতায় রুটিরুজির খোঁজে
'সাথে শাঁখাপলা পরা ফরসা মত মেয়েমানুষ,
শ্যামবাজারের গলিতে'
নেপালের বউ পরশু গল্প করছিল ঘাটে
কাছে যেতেই ফিসফাস! তামাসা!বিদ্রূপ কিছু
গত বর্ষায় জলপটি! একটানা তিনরাত জাগা
পিলসুজ বাঁধা রেখে হরলিক্স,ওষুধের শিশি
''এ জীবন আর আগামী একশ জন্মের মালিকানা তোর, বউ''
অসময়ের বর্ষা!টিনের চালের ফুটো চুইয়ে সোহাগির মুখে
টুপটাপ!টুপটাপ
"আহা!সাক্ষাৎ মা লক্ষী গো,নয়ত বাগদী বেটি হয়ে শাঁখা সিদুর পরে লক্ষীবারে গত হল?"
(ছবিঃ চেন পিং )
No comments:
Post a Comment