শিরোনামহীন
-রঙ্গন রায়
জয়েন্টে টান দেওয়ার প্রতি এই যে আমাদের ভালোবাসা , অথচ প্রতিদিন মানুষ এড়িয়ে হাঁটি। এইজন্যই রাস্তার ওপারে চলে গেছি , আনন্দ ও সংশয় জমতে শুরু করেছে মনে।
'একটা মেয়ে পোষা যে কত ঝক্কির'
হ্যাঁ , ঠিক এরকমই কথাটা বলেছিল সে , এরকমই ভাষা। আমি দুদিন চুপ করে গেছিলাম। বাড়ির বেড়ালকে খেতে দিইনি। পোষাক খুলে ফেলেছি নগ্নতার গোপনে - তোমায় টেক্সট করিনি - ফোন করিনি , নেশার আভাস টুকু গলায় ছড়িয়ে ছিল শুধু ... বন্ধুকে মিনতি করি , এ ভাষার বুকে চাবুক বসানোর। তীব্র ভাবে এ আমার প্রার্থনা ... যারা নিজেকেই পোষ মানাতে পারিনি
হা প্রেয়সী , তুমি দেবীর মত এদের পোষাক পড়া শিখিয়েছো অথচ পোষাকের ধারণা সহজলভ্য করনি
(ছবিঃ ন্যান্সি মার্কলে)
No comments:
Post a Comment