Thursday, 2 November 2017

দেবদীপাবলীর কবিতা ১৬

Related image

প্রতিসরণ
             -তন্ময় ধর 

 আলোকে না জানিয়ে খানিকটা খাবার আমি তুলে রেখে দিই। টাইমলাইনে কেউ এসে লিখে রেখে যায় ‘আমি শিশুর মতো থাকতে চাই’। সত্যিই তার গর্ভাশয়ে জটিলতা বাড়ছে। স্বপ্নের বাঁদিকে অন্যরকম হাঁটা শিখছি আমি
জলের শব্দে, বুদবুদে, বাস্তবতায় আবার পড়ছে আলো। মাংসের টুকরোগুলোয় মশলা মাখাতে মাখাতে তুমি রবীন্দ্রসঙ্গীত গাইছো। হেমন্তের নতুন ভাতের ফেনা ঢুকে পড়ছে তোমার নষ্ট সংসারের ডি মেজরে
আজীবন যুদ্ধের পর তোমার অপেক্ষায় আলোর পিছু নিয়েছি আমি। আকাশের পুরুষচিহ্ন চোখের যন্ত্রণায় ডবল...ট্রিপল... বেনিয়াসহকলা। আমার সহনসীমায়ও বেনিয়ম ঢুকে যাচ্ছে। আমার হাতে-নখে-চামড়ায়-মুখগহ্বরে ক্রমাগত সুর বদলে দিচ্ছে আলো 

(ছবিঃ ড্যান ওয়েলিংটন)

No comments:

Post a Comment