Thursday, 2 November 2017

দেবদীপাবলীর কবিতা ১৫

Related image

প্রতিক্রিয়া
           -অভিশ্রুতি রায়

তবুও বিকেল
বৃষ্টি নামার তাগিদ দিয়ে যেত
কত হাত ফসকানো মাছের মধ্য দিয়ে দীর্ঘ হতে পারতাম
স্ট্রিট লাইটের নিজস্বতা
আর নিজের খনিজসম্পদ
কতটা রঙিন...
একটা চারাগাছ চেয়েছিলাম ঘুমের কাছে
অথচ স্তব্ধ আমায় পৃথিবী কিনে দিল

(ছবিঃ সের্গ উইয়াডার্নি) 

No comments:

Post a Comment