Thursday 2 November 2017

দেবদীপাবলীর কবিতা ১১

Related image

মেরুদণ্ড ও যাবতীয় সকাল
                    -অ নু স ঞ্জ না ঘো ষ

আমার শহর পেরিয়ে তোমার বাইপাস। ভাঙা রোদ্দুর, কাঁচা গাছ আর অর্ধবৃত্তীয় আবর্তন। নিয়মিত পার করছো উঠোন, উঠোনের যাবতীয় রং। প্রজাপতি জানে গতিবেগ যাই হোক না কেনো, দূরত্ব  কয়েকটা সংখ্যা মাত্র।

ক্ষয়ে যাওয়া মেরুদণ্ড এখন ঈশ্বর মুখীন। হেলে থাকে স্রোত, স্রোতের উপাচার। মন্ত্রমুগ্ধ ফানুস। তুমি দীপাবলি ওড়াও শোক পালনে। বারুদের গন্ধে ভিজে থাকা আঙুল জ্বলে ওঠে পুরোনো শহরের কাছে এলে। গোছানো রাস্তা, বাইপাসে সাজানো জোনাকি এলোমেলো করে দেয় সমস্ত ভুল। দূর হতে থাকে নক্ষত্রের আলো। তুমি হয়ে ওঠো অমাবস্যা, গ্রহণ, আরও আরও আরও অনেক বেশী কালো.....

(ছবিঃ জ্যাক ভ্যানজেট)

No comments:

Post a Comment