কার্তিক জোনাকি
-শিবু মণ্ডল
কোনো এক গৃহকর্তার বাড়িতে শরতের পর শরত রান্না হচ্ছে
বছরের পর বছর আমরা টিপে টিপে দেখছি তার ফুটন্ত ভাত
হাঁড়ির ধোঁয়া ওঠা ষড়যন্ত্রের গন্ধে পাখিরা উড়ে যায়
হেমন্তের দিকে। বুকখোলা রাত আয়োজনের অন্ধকারে থাকে কেউ কেউ
হাতের মুঠোয় এক-দুই-তিন-চার-পাঁচকড়ি নিয়ে !
রাত মেপে মেপে উড়ে যায় কার্তিক-জোনাকি শীতের দিকে
যেতে যেতে বলে যায় সামলে রেখো তুমি আকাশটিরে
কুয়াশায় কুঞ্চিত ভোরের মত ভারী হয়ে আসে মন
শরীর শুধু সামলে নেয় লম্বিত রাতের শরীরে ভেসে...
(ছবিঃ সারা শেরউড)
No comments:
Post a Comment