অনৃতভাষণ
-অনিন্দিতা গুপ্ত রায়
সকালের রঙবদল টের পেতে পেতে
একদিন কিভাবে যেন ফুরিয়ে আসবে তুমি
ফাটলের কোনো শব্দ নেই অথচ
গূঢ় মৃদু প্রতিশোধ আছে পাপবোধ আছে
শিকড়ের অন্যমনস্ক চলাচল
আচমকা উপড়ে ফেলায় সংকেতহীন
এই যে জ্যামিতি এই যে পুতুলের ভিড়
লোফালুফি খেলতে খেলতে আকাশের দিকে
উড়িয়ে দিলে হাওয়াভর্তি সমস্ত সঙ্গীত
তুমি নিজের কানকেও বিশ্বাস করতে পারবে না আর
(ছবিঃ লিন্ডা রিয়ান)
ভালো লাগলো অনিন্দিতা দি
ReplyDeleteভালোবাসা
ReplyDelete