Thursday 2 November 2017

দেবদীপাবলীর কবিতা ১৩

Image result for wildfire abstract painting

সমুদ্র
       -স্বাগতা সিংহ রায়

১।
উন্মাদ যার আছড়ানো
ফাঁদ পেতে ফ্যানা ধরা
দিলাম ঢেউ তার নামে-
পথ জুড়ে কত ভ্রমণ।

২।
জলজ দেহে এত কম্পন
ফাটল বুজিয়ে পরিবর্তন
তিমির টানে ট্রলার ডোবে
মৎসকন্যার মৃতদেহ ভরাট


৩।
বালু আঁচড়ে এত অস্থির
নোনা বাতাসে জীবিত স্বপ্ন
কিনারে এসে স্তব্ধ হয়
ঢিউ -এ যার লাশ হারিয়েছিল

৪।
হৃদ থেকে কয়েকটা ঢেউ
যে যাও,ফিরে এসো
যেমন করে জোয়ার ভাঁটা-
দুকলমে সমুদ্র বুনে ফিরে আসে।

(ছবিঃ উইলিয়াম অলিভার)

No comments:

Post a Comment