নির্বাসন
-টিপ্ লু বসু
জানি উত্তর পাবোনা
জানি কোনো প্রশ্নও করবেনা তুমি
ছায়াপথে দুধসাদা কুয়াশারা গাঢ়তর
নক্ষত্র হারিয়ে যায় নিজস্ব ব্ল্যাকহোলে;
ভালোবাসা মানে যদি জানো প্রশ্নহীন আনুগত্য
বিতর্করহিত অনুমোদন বা
বন্ধুহীন একক স্বজন -----
জলের গভীরে মালভূমি জেগে ওঠে
মাথা তোলে অচেনা পাহাড় !
ঘটে যেতে পারে জলবিভাজন।
গন্ডোয়ানা ও লাওরেশিয়ার মিলনে
যেভাবে তৈরি হয়েছে ভারতবর্ষ
সব ভুল ভেঙে দিয়ে গড়ে দাও অমল উপদ্বীপ
ভালোবাসা নামে
অথবা দ্বীপান্তরে নিয়ে যাও
দাও স্বজনহীন নির্বাসন !
উত্তর দিওনা নিরর্থক প্রশ্ন কোরোনা
শুধু জেনো , নির্বাসন মানে এক প্রয়োজনহীন নির্লিপ্তি
নয়নাভিরাম প্রকৃতির মাঝে হারিয়ে ফেলা জীবন
কালো জলের অতল আহ্বান
(ছবিঃএরিন ওয়ার্ড)
No comments:
Post a Comment