এলোমেলো কয়েকটি লেখা
-সত্যম ভট্টাচার্য
এক
অনেকটা পথ বেয়ে আজ উঠে আসা ছিল।তারপর ঢুকে পড়া এই অনন্ত চুপচাপের ভেতর।কথা বলছে বৃষ্টি।কথা বলছে বৃষ্টির পর পাতা খসার জল।যেন হাত বাড়ালে ছুয়ে দিতে পারে ঐ পাহাড়ের ঝর্ণাকে।এখানে কোন আবহের দরকার হবে না।এতো,এতো সহজ এই ঢুকে পড়া।সহজ...গড়ানো সময়।
দুই
এভাবেই চোখের সামনে উঠে যাচ্ছে একটা পর্দা।তুমি দেখছ ব্যস্ত মানুষজন কিভাবে ঘুরে বেড়াচ্ছে শিমুলবাড়ির হাটে।রক্সি,পুরো রক্সিময় রবিবারটা সোজা উলটে আছে।আর ঠিক তখনই আলো,লো ওয়েস্ট জিন্স্।একবার ছুয়ে দিয়েই সরে সরে যাওয়া কতকিছুর।শুধু লেগে থাকা ডেনিম...কাজলে।
তিন
দূরে ক্রমে বড় হয়ে উঠছে ছেলেবেলারা।কুয়াশার ভেতর পাশ ফেরা ট্রেনলাইন।লাইন বরাবর চলে যাওয়া।আজ সারাদিন বা পাশে কাঞ্চন।সারাদিন অকারণ।কত নুড়ি কুড়োনো সকাল কাটছে এভাবেই।আর সকালের চিঠিরা বন্ধ,কেমন হঠাতই চলে গেল লেটারবক্সে।প্রতিদিনের বাসের জানালা থেকে তুমি ছুড়ে ফেলতে চাইছো আক্টা একঘেঁইয়ে টিকিট।তোমার মনখারাপ।
(ছবিঃ মিশেল আর্মাস)
No comments:
Post a Comment