অস্তিত্ব
-অনিন্দিতা ভৌমিক
ঘুরে তাকানোর মতো কিছুই ফেলে যাচ্ছি না আমরা। শুধু বন্ধ আর খোলার মাঝে এই যে কণার স্রোত, সেটুকুই অবিচল পড়ে থাকে। পর্দার আড়ালে চরিত্রের গায়ে থাকে পুনঃপ্রকাশের দৃশ্য। অনেকটা গতিময়।জ্যান্ত।যেভাবে একাত্মবোধের আগে কখনো নিভে যেতে চাইতাম।শীতের ভেতর আঙুল রেখে দেখতাম কতটা রোমকূপ জেগে ওঠে। আলোর ভেতর কতটা পাক খায় এক একটা বিশেষ অনুভূতি।
তবে কি মৃত্যুর কথা বলছি? টকটকে লাল অবসাদের দিকে পা তুলে ভাবছি অন্যভাবে যোগাযোগের কথা। তোমার ঝুঁকে আসা মুখ অথবা ঋতুস্রাবের যন্ত্রণার কথা।
আর একবারের জন্যে অন্তত দেখা হতে পারতো আমাদের।স্বাভাবিকতায় নিবিষ্ট হতে পারতো কিছু ব্যাখ্যাতীত অংশ।তীব্র আবেদনময়। ঘুরে তাকানোর মতোই দীর্ঘ।
No comments:
Post a Comment