Thursday 2 November 2017

দেবদীপাবলীর কবিতা ৪

Related image

বাতাস জানান দিচ্ছে
             -কস্তুরী সেন

কী যেন লেখার মত মনে পড়ছে,
হাতে লিখে গত জন্মদিনে ;
দিন কিংবা জন্মই, ভেসে আসছে রাজগীরে যেতে
অস্থির মাঘের জ্যোৎস্না, ভেসে যাচ্ছে রাজগীরে রাত...

এবারও কাছেই ছুটি,
বাতাস জানান দিচ্ছে, খুঁজে মরছে চটিবই,
 নাম লেখা কবে এককোণে --
'পড়েছি' 'পড়ব' ব'লে জানাচ্ছিই,
হে মার্জনা স্মরণম্...ত্বমহি স্মরণম্...

সেবারেই খাঁ খাঁ রাতে, তিনকাল ভোলানো জ্যোচ্ছনায়,
বুকের নিবিড় ওমে জমে উঠল বিন্দু বিন্দু মধু,
বাঁশিতে পান্নালাল, কে যেন কাছেই, খুব কাছে এসে শুধোবেও ঠিক ছিল -
'হি ইজ দ্য লাকি ওয়ান?' ব'লে!

স্বপ্নে এত ভাগ্য আসে! জ্যোৎস্নায় জড়িয়ে নিচ্ছি থইহীন শাড়ি
এবার জানান দিচ্ছে স্বপ্নে পাওয়া দরদালান, বুকে সেই চন্দ্রমুখ ক্ষত
প'ড়ে নেব হস্তাক্ষর, চটিবই সূত্রে এসো,
বঁধু মোর, কীসে অসম্মত?!..

(ছবিঃ সামান্থা কেলি স্মিথ)

No comments:

Post a Comment