নিশিডাক
-সোনালী মিত্র
দেবোত্তম ,তোর বৌটা এত সুন্দর কেন!
তোর কর্কটে ভর সন্ধ্যায় বউকে একা কেন ওষুধ কিনতে পাঠাস!
জানিস না , ওষুধের ভিতরে আস্ত মনখারাপ ভরা থাকে
জানিস না , নিশিহায়নার চোখে রিপুভুত থাকে
খোলা বেণী পেলে অকস্মাৎ জাগ্রত হতে পারে !
#
মাৎসর্য সরোবরে ঝমঝম ঢেউ উঠলে , তোর বউয়ের
শাঁখাপলা পরা নরমহাত দুটো অযথাই মোম হয়ে গ'লে পড়ে
পুরুষশঙ্খে , উত্তাপে বেজে ওঠে অনাদি শঙ্খ ,
ভদ্রতা-টদ্রতা লাথি মেরে ছুঁড়ে ফেলে দিতে পারে
অথচ , ওষুধ নিয়ে ঘরে ফেরাটুকুই তোর সান্ত্বনা ।
#
বিছানায় পড়ে থাকা তোর শরীরটাকে ক্ষমা করি বলেই
শূন্যদের ঘরে প্রেমকে পাঠিয়ে আক্রমণাত্মক একটা বৃষ্টি
পাঠাতে চাই তোর বউয়ের বুকে , তোর বউয়ের
শ্বাসের ওঠাপড়া অত্যান্ত জরুরি তোর সুস্থতার কাছে
ওষুধের চেয়ে কার্যকরী উপকরণ নিজের চোখে নিজের পতন দেখা ।
#
তোর সুন্দরী বউকে এখন হিংসা হয় না , করুণাও নয়
ওষুধ নিয়ে ঘরে ফেরা হাত দুটোকে অন্নপূর্ণা মনে হয়
তোকে , ঠিক বিদূরের মতো লাগে , তোর তৈরি নাটকের চরিত্ররা
তোকে অবজ্ঞা করে যে পালাটি করছে , তুই তার শুধুই দর্শক
তোর রোগটিকে নিরোর বেহালার মতো মনে হয়
( ছবিঃ মরিৎজ কর্নেলিস এশার )
No comments:
Post a Comment