Sunday 13 January 2019

হিমেল মাসের কবিতা ৫

Image result for m c escher


পুনর্জন্মের রিহার্স্যাল 
              -তন্ময় ধর 

ফ্লাশব্যাকে আমিও কিছুটা কাগজ ছুঁড়ে ফেলে দেব
দাহ্য লিপি বেয়ে উঠবে প্রাচীন মাংসে
জমে ওঠা পিঁপড়ের ইঙ্গিত
রক্তপাতের স্বপ্নে কেঁপে ওঠা রাগ চন্দ্রকোষ

এই নিদ্রিত আমিত্বে চন্দ্রদোষ ছিল
তীব্র লেভেল ক্রসিং পেরনো হরিণীর ডাক থেকে
ছায়াপথ ও কশেরুকা, আমার স্নায়ুতন্ত্র সাড়া দিচ্ছে না
ক্রমশ গলে যাচ্ছে নিখিল ব্যানার্জীর সেতার

শাকেভাতে, সোনালী আলোয় কেউ ফেলে গিয়েছে
বিশুদ্ধ অন্তরা, দুধ-মাংসের বিরুদ্ধ খাবার থেকে
আমি ম্যাজিকের শব্দে ঘুমিয়ে পড়ি
তোমার মত অভিনয়ে

(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )


No comments:

Post a Comment