বইমেলা
-সুমনা দত্ত
১
কবির কাছে অটোগ্রাফ চায় মেয়ে।
কবি মুচকি হেসে নাম লেখেন।
খাতা ফেরত দিয়ে জিজ্ঞেস করেন,
'কিসে পড়ো?'
মেয়ের কপালে ঘাম।
কবি রুমালের খবর রাখেন না।
২
প্রচ্ছদ থেকে ভূমিকার দূরত্ব?
ঠিক যতটা পাখির দুঠোঁটে খড়কুটো জমে।
আর সেই প্রচ্ছদ যখন নিয়নে মুখ লুকোয়?
ভিড়ের মাঝে 'আবোল তাবোল' খুঁজে নেয় অটিস্টিক শিশু।
(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )
No comments:
Post a Comment