Sunday, 13 January 2019

হিমেল মাসের কবিতা ১১

Image result for M.C. Escher

বইমেলা
           -সুমনা দত্ত 


কবির কাছে অটোগ্রাফ চায় মেয়ে।
কবি মুচকি হেসে নাম লেখেন।
খাতা ফেরত দিয়ে জিজ্ঞেস করেন,

'কিসে পড়ো?'

মেয়ের কপালে ঘাম।

কবি রুমালের খবর রাখেন না।


প্রচ্ছদ থেকে ভূমিকার দূরত্ব?

ঠিক যতটা পাখির দুঠোঁটে খড়কুটো জমে।

আর সেই প্রচ্ছদ যখন নিয়নে মুখ লুকোয়?

ভিড়ের মাঝে 'আবোল তাবোল' খুঁজে নেয় অটিস্টিক শিশু।



(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )

No comments:

Post a Comment