Sunday 13 January 2019

হিমেল মাসের কবিতা ৯

Image result for M.C. Escher

তসবির 
            - সম্পিতা সাহা

আলো ফেলে গেছে পাখি
আর মঞ্চের সামনে তহমৎ এসে থেমেছে
প্রশস্ত হাসির মতো।
ঠিক এসময়ই তছনছের দাবি নিয়ে আসে চরিত্ররা...

বিকল্প কোনো ইন্তেজার গেঁথে নিচ্ছে ঘুঙুর,
মহড়া শুরুর আগে
আলগা নিঃশ্বাস বৈধ হয়ে উঠবে আরেকবার...

মুখোমুখি ঋণ ও জানালায় ভেসে আসা অমেয় অসুখ
ফিরে যাওয়ায় দায়ী হয়ে থাকে।

তীব্র নিয়তি ফেলে
প্রজাপতি এসে বসে সঙ্গমে...

(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )



No comments:

Post a Comment