Sunday 13 January 2019

হিমেল মাসের কবিতা ২

Image result for mathematically impossible images painting

প্রেমের কবিতা
                 -সৌমনা দাশগুপ্ত


আলোপোকা উড়ে যাবে একদিন
সেদিন এঘরে এসে ডানা খুলে দিয়ো
আল্ট্রামেরিন শীতে ডুবে আছে নীল

মাঝেমাঝে মনে হয় আমিই শকুন। সারাদিন ভাগাড় হাঁটকে চলেছি। তবু আনন্দ, তবু তো আমার খুঁটে খাওয়া আছে দিগন্ত। জ্বর মানেই কিছুটা তাপ সংগ্রহ করা, এই তো সবটা নয়, আমি পার্স্পেক্টিভ ভেঙেচুরে দেখি ভাইরাস ও ব্যাক্টেরিয়ার অনায়াস গতায়াত এই ক্যানভাসে। যেন খড়ের ইঙ্গিত থেকে ভেসে উঠছেন প্রতিমা, যেন এই খড়টুকুই সত্য, যেন পাঞ্চজন্য শাঁখ বেজে উঠল খারিফ শস্যের বেদনায়
পূর্বাভাস তেমন কিছু বলেনি
শুধু শুধুই প্যালেটে ঢেলেছি
বার্ন্ট সায়নার বিশুদ্ধ চিৎকার

ক্যারামেলাইজড হতে হতে পুড়ে যাচ্ছে মেঘ। আইসক্যান্ডির এই দীর্ঘ নিঃশ্বাস তুমি শুনতে পাচ্ছ দিগন্ত! হাওয়ার ভেতর লৌকিক আকর ঢুকে গেলে হাওয়ার আর দম ফেলবার মতো স্পেসটুকুও থাকে না। তখন চিরায়ত এক প্রেতের মতো ইয়্যালো অকার লেগে যায় ইজেলের কাঠে। বিষন্নতার কতরকম রং, লিরিকের ভাঁজে ভাঁজে বসে শুয়ে থাকা চোরাগল্পগুলোর জিভ আর গুটিয়ে রাখা যাচ্ছে না


(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )


No comments:

Post a Comment