Sunday, 13 January 2019

হিমেল মাসের কবিতা ১০

Related image

কনফেশন
               -পাপড়ি গুহ নিয়োগী



পুরোনো ঘরটায় স্বর্গীয় আলো



ঘাপটি মেরে নিঃশব্দে বসে

চাপা শব্দে জল গোছাই   

তারপর অপেক্ষা



চাঁদ পেতে

          নির্জনে দাঁড়ালে মনে হয়

বরাবরের মত আয়নায়

                  দেখছো আমার সাজ

ইদানীং

গোপনে সমর্পণ করি...আরো

একসময় দীর্ঘ হেঁটে

                দাঁড়াই, গাছের পাশে

(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )

No comments:

Post a Comment