Sunday, 13 January 2019

হিমেল মাসের কবিতা ১৫

Image result for M.C. Escher

খর-জিভ
               - সু চক্রবর্তী


প্রতিটি বাড়িতে আঁচড় কাটার পর
অদ্ভুত কিছু ঝুল জমা হয়

বোয়েমে; তালপাখায় পিঁড়ি
বসিয়ে নখ খুঁটে সে।

জিভে মচকে ওঠে নীরবতা

ডগায় চুন
খসে পড়ে
বেইন্তাহহ

না-দেখার পা বাজতে থাকে

(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )


No comments:

Post a Comment