Sunday 13 January 2019

হিমেল মাসের কবিতা ১৪

Image result for M.C. Escher

জলের থিয়োরি থেকে
                           -নীলিমা দেব


এই যে আলোর নবান্নে জলের  ফুঁ
আর ফ্রি হচ্ছে অজানার বিশেষ
আমি তাকে রোজ ধারণ করি
আল্টিমেট !
জমিন টেনে আনি  বুকের কাছে ,
নাদুসনুদুস আমাদের বিয়ানো আমানত
তুমি হয়তো নদীর গায়ে জল মুছে মুছে গোল করে ফেলো হেঁয়ালির আসল,
 ভুল ভুল নিঃশব্দের সবটুকু নির্ভুল
নাব্যতার ফ্রেমে সবাক ভালোবাসারা  এভাবেই তো
ক্রমশঃ ...

(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )


No comments:

Post a Comment