Sunday, 13 January 2019

হিমেল মাসের কবিতা ১২

Image result for M.C. Escher

গ্রাফ শীট
              -অনু সঞ্জনা সোম

সারি সারি বাঁশের থাক। এলোমেলো কিছু জল। ছড়িয়ে ছিটিয়ে থাকা মন খারাপগুলো এখন পাখি। বাঁপাশে লেখা শ্মশান। কিছুক্ষন আগেই খুব হেসেছি। আগুনের ফুল্কিগুলো মনে করিয়ে দিচ্ছে স্টাফ রুম জুড়ে ছড়িয়ে থাকা হাসির সেই সব মুহুর্ত। রেলিং ছুঁয়ে শীত। রোদে ধুয়ে যাচ্ছে গোটা মাঠ। কখনো কমলালেবু কখনো বাদামের খোসায় আমরা অবসর জড়ো করছি। ক্রমশ কমে আসছে চায়ের কাপের উষ্ণতা বাড়ছে হাসির গভীরতা।এখন শীত কাল। এক্সাম শেষে এই স্কুলবেলা যেন হাসির ঋতু। আজ স্টাফরুমেরও মন খারাপ নেই। কেউ আজ ছুটিতে নেই যে। নম্বর বাড়ছে কখনো কমছে, ভুল প্রশ্নের উত্তরে গ্রাফ শীটে উঁকি দিচ্ছে ছেলেবেলা।

হাসছি,হাসতে হাসতেই ফিরছি পুরনো ঠিকানায়।

(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )

No comments:

Post a Comment