Sunday, 13 January 2019

হিমেল মাসের কবিতা ৮

Image result for M.C. Escher

শীতের চিঠি 
                    -দ্বৈতা হাজরা গোস্বামী

গায়ে কমলার গন্ধ শীত বসে আছে বারান্দায়
পায়ে তার আঁকিবুকি ছায়া কাটে সোহাগ রোদ্দুর
এমন বেয়াড়া সে যে বেলা করে বাজারের পথে
যেখানে ছড়ায় মায়া লাল বিট , সবুজ পালং
মাছভাজা দ্বিপ্রহর , দ্বিপ্রহর ভুনি খিচুড়িতে
পাতে বেড়ে মনে পড়ে আহা কত ভালোবেসে খেত
দরজায় দেখো তো কে , পোস্টম্যান কার চিঠি নিয়ে
বহুদিন দেখিনিতো তুমি কি আসবে এই মাঘে ?
চুলে শালিমার গন্ধ , উল বোনে রিনরিনে আঙ্গুল
তার ছোঁয়া পাবে বলে বসে আছে সাধের বেড়াল

(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )


No comments:

Post a Comment