স্মৃতির চৌকাঠে
-উমা মন্ডল
কতখানি সময় আড্ডায় মেতে আছি জানিনা
ভাবুক চোখে দেখাই রিস্টওয়াচের দিকে , একটি কবিতা পড়ার পর
অন্য কবিতায় যাওয়ার এই সময়কালে
পান করে নি একান্তের বিলাপ ;
তারপরে চোখ বুজে ঘুরপাক খাই
আহ্নিক গতিতে ডিঙিয়ে যাই জলকুমারির বাঁধ ।
তবুও হাহাকার , দিনে রাতে অসহ্য ক্ষুধায়
জিভ থেকে লালারস বেরোয় ,
অসুখের বীজ শিকড় তুলে ডাকে
একটা গিঁট খুলতে গিয়ে জড়িয়ে পরি জাঁতাকলে ;
তারপর রক্তারক্তি কান্ড
ক্ষুধা বাড়তেই থাকে , এই আগুনকে রুমালে জড়িয়ে পা বাড়িয়ে দিই
যদি বৈঠা নিয়ে আসে ঈশ্বরী পাটনী
বোধিবৃক্ষের তলায় বিশ্রাম নেবো .....
(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )
No comments:
Post a Comment