Tuesday 10 October 2017

আকাশপ্রদীপের কবিতা ৫

Related image

অনামিক
             -অনন্যা বন্দ্যোপাধ্যায়


 একটা নিরুদ্দেশ মেঘ দেখতে পাই
ঘরে ফেরা আলো যার আনাচে কানাচে স্বপ্নেরা জ্বলে ওঠে, কালো কালো সব বাড়ি ঠিক যেন মৃত্যুর পূর্ববর্তী আবহাওয়া, লীন হয়ে যাওয়া মৃতদেহের চোখ আকাশে ঘুরে বেড়ায়...
বৃষ্টির শব্দেরা ঘৃণ্য কোনো সুর তোলে, আবহাওয়া যেন তীক্ষ্ণ গলায় চিতকার করে ওঠে, মৃত্যু কোনো আলো দিতে পারেনা অথচ মৃত্যুই সমস্ত আলোর খোঁজ জানে, ভালোবাসা জানে। যে দেহ চিরকাল ভার বয়, আকাশ বাতাস বয়, সে বড়ো ক্ষীন হয়ে মিটিমিটি জ্বলে,
 চিতাখানি উতসব হয়েওঠে পৃথিবীর কোলে, সহস্র মানুষের কান্না একটা গাছের পাতার মতো গভীরে, মাটির আরও গভীরে চলে যায়...
মেঘডাকে দৈববানীর মতো শোনায়...
আমি ভেসে থাকি দেখি বেচেঁথাকা আমার পাশে ভেসে আছে।
আমি আলো খুজিঁ দেখি বেচেঁথাকা
মৃত্যুর দিকে এগোচ্ছে।

(ছবিঃ ডেভ অ্যালেন)
   

1 comment:

  1. বাহ্ দারুণ একটা কবিতা পাঠ করলাম। ভালো লাগলো খুব। কবিকে ধন্যবাদ

    ReplyDelete