Tuesday, 10 October 2017

আকাশপ্রদীপের কবিতা ১৪

Image result for light abstract painting

গর্ভবতী রাত 
                 -অনির্বাণ পাল

দারকেশ্বর নদীর ধারে বসে চারুশিল্পী জলের           কান্না আঁকছে
শরীরে ঘাম ,চোখে খেলা করছে চাবুক মাছ!
জিহীর্ষা মন খেয়ে ফেলছে জনপদের নকশা
তালগাছের সারি মাটির দেওয়াল খড়ের, ভালোবাসা নিয়ে ডায়ারি লেখে জীবনের

নটকান নটিনী হয়ে নাচে
বাউল সকালের গান ধরে পুজো সারে মা
সকল আলাপ শেষ হলে বিবাহ হয়
অপত্যর টানে নারীর শরীর কামিনী গাছ
পাগল রাতের ভিতর জল উথলে ওঠে

চারুশিল্পী কাঁদে,জারথানে লোকগান গায়
রাত দেবী হয় পেটের ভিতর আগমনি যার!

(ছবিঃ মেলোডি হাওতিন) 

No comments:

Post a Comment