Tuesday 10 October 2017

আকাশপ্রদীপের কবিতা ১৭

Image result for abstract red painting

নাপাক 
              -তন্ময় রায়

শোয়ায় মাড় দিতে ভালো লাগে। কথার ঠিক কোথায় ও-কার লাগানো যায় জানতে গিয়ে ভাব হয় তোমার সাথে। রচনা ভেঙে ভেঙে দাম ঠিক হয় আর দরজার অসুখ করে উৎসর্গে ভাবের নাম দিই বলে...

১.
থার্ড পার্টটা ভালো করতে পারি না
প্রথমে তাড়াতাড়ি বলি
বুকে বসে থাকে সার্কাস
ঘন মাধ্যম লঘু মাধ্যম
প্রবল হবার দিকে এলেই
                পাল্টি খাই কাচগুঁড়ো সমেত

২.
উবু হয়ে রই
গণনা ভাগ হতে হতে
                          দুর্বল লাগে কভারে
এটা তোমার স্টাইলের জলসা
ফুটোমাথার খেল্
             সিলিকা ওড়াচ্ছে

(ছবিঃ ওরেস্ট জ্যিওমকো) 

No comments:

Post a Comment