Tuesday 10 October 2017

আকাশপ্রদীপের কবিতা ১২

Image result for aurora abstract painting

নষ্ট হতে চাওয়া কবিতাটা 
                 -নীলাব্জ চক্রবর্তী
(উৎসর্গ – ভ্যালেনটিনা ন্যাপ্পি, লিয়া গোত্তি, নাতালিয়া স্টার)



ব্যাকরণকুমার দ্যাখে
কিছু বাঁকবাগানে নরম হয়ে আসা
জিভ এক হরফী অভিজ্ঞান
নাকেমুখে গুঁজে রাখা
জ্যামিতি, আড়ম্বর, ঊরু-সন্ধি-পূজায়
যখন গাছের চোখে গাছ বিঁধে যাচ্ছে
আর মাংস দিয়ে আঁকা হচ্ছে
দাঁতের বাউণ্ডারী কণ্ডিশন, স্প্রিং ভ্যালু
কার নোনা কথাবার্তায়
বারবার কপি-পেস্ট, বাঁধানো দুপুর
চেরা কাঠে চেরা কাঠ ঘষে ঘষে
আইসক্রীম তখন জ্যান্ত হয়ে ওঠে
কুমারীসম্ভব আয়োজনে
এই রোম একদিনে রাজি হয়নি
ঘরভর্তি উড়তে থাকা রূপমহাদেশ
অথচ
একটা ক্যামেরা আরেকটা ক্যামেরাকেই দেখছে শুধু...

(ছবিঃ আলেক্সান্দ্রা রোমানো)

No comments:

Post a Comment