অনেক দিন পর যখন কবিতা লিখি
-রঙ্গন রায়
(উৎসর্গঃ আঁধার )
বুড়ো আঙুল আর তর্জনীর মাথায় ধরে আছি কয়েন
টাঙ্ শব্দে উঠে পড়বে , সাঁই সাঁই করে ঘুরবে
প্রতিটি ঘুর্ণনে শব্দ , তারপর -
পুরনো ভালবাসার মত নেমে আসবে
এই যে স্রেফ এটুকু ঘটনা
তারমধ্যে রিপিট্ হচ্ছে গল্প।
পা যেমন অনেক কথা বলে
হেঁটে হেঁটে শান্তিপাড়া থেকে কদমতলা
আমাদের একসাথে বিখ্যাত হাঁটা ...
আমি তখন দিব্যি ফুরফুরে , ঠিক তোমার মতন-
মনে হলো সত্যিই কতদিন হাঁটার মত হাঁটা হয়নি ...
পা'য়ের সাথে কথা বলা হয়নি।
অথচ দূর্গাপূজা চলে এলো
আমাদের গন্তব্য চা'য়ের দোকানের মত।
বসে চা খাবো - পা দুলবে -
মৌমাছির মত সন্ধ্যার শব্দ শুনবো
গরমে পাঞ্জাবির বোতাম খুলবো ,
'খুট' শব্দটা শুধুই আমার ...
জানোতো সেই কয়েনটি এখনো ঘুরছে
চা শেষ হলে তুমি চলে যাবে
তাই কি কৃপনের মত চা খাচ্ছি ,
পুরনো রাস্তা থেকে সেই গত শীতের মত
আগেকার হাওয়া ...
আমাদের বিলম্ব টুকু শুধু কয়েনের ওঠানামায়
(ছবিঃ জিবেদো)
বাহ।
ReplyDeleteধন্যবাদ
Delete