Tuesday 10 October 2017

আকাশপ্রদীপের কবিতা ১০

Related image

চাতলার দিবা দ্বি-প্রহর ও হাং সন ডুং এর গুপ্ত গুহা
                                     -সুতপা চক্রবর্তী

১.

ঝাড়ফুঁকে বেঁচে ওঠা লোকটার পায়ে ধরা পড়ে জাতকেউটের ছোবল ছাপ

দিবা দ্বি প্রহরে চাতলার
শাপলাপুকুরে নাইতে নামে ওঝাবউ....

২.

সন্দেহের আঁতুড়ঘরে জন্ম হওয়া সমস্ত পাপের
 গায়ে আদরের প্রলেপ লাগে

অমৃতকন্যার বক্ষসরোবরে ফুটে ওঠে নীলপদ্ম...

৩.

স্বপ্ন যেখানে  বাসা বাঁধে সেই ঘরটা
উইপোকাদের দখলে

ঢিপির বদ্ধদরজায় এসে আজ ঘা দেয়  পিপঁড়েবাহিনী

পোড়ানো নিশিন্ধ্যা পাতার গন্ধে ভুরভুর করে ওঠে ঘুমন্ত সাঁঝবেলা


৪.

ওরাঁও ছেলেটির নেশাধরা চোখ খুঁজে চলেছে কংকালিতলার মেয়েটিকে

 হ্যাং সন ডুং এর গুপ্ত গুহায় বসে পায়ে আলতা পরে ভানুমতী

(ছবিঃ উইন বুলক)

No comments:

Post a Comment