নীলগিরি
-অনুসঞ্জনা ঘোষ
যতটা জল ঠিক ততটা গভীর নয়।শিকড় ছিঁড়ে বয়ে চলা নদী। এই অবধি বিয়াল্লিশটা বাঁক পার করেছি। ধুয়ে গেছে আচঁড়ের কালো গন্ধ। বিভেদের প্রাচীর টপকে নতুন সভ্যতা এখন পাথর। ক্ষয়ে যাওয়ার ভয় নেই। নেই পতন। আক্ষরিক যত শহর ছিল ভাবনায়, তারা সারিবদ্ধ লাল নীল আলোয়। বারান্দার এক প্রান্তে নতুন ভোর। বদলে যাওয়া যাবতীয় কৌশল জানে নরম সকাল। চায়ের কাপে বেড়ে ওঠা সময় মনে করিয়ে দেয় আগামী আসন্ন। যা চলে যায় যা চলে গেছে তাকে ফেরাতে নেই। তুমি সমতল হও অনির্বাণ। নদীও বন্ধুরতা ভুলে সমতলে মিশে যাবে...
(ছবিঃ থমাস বার্গম্যান)
No comments:
Post a Comment