এই মাস মৃগশিরা নক্ষত্রের মাস। পুবের আকাশে ভাসছে কালপুরুষের আলো। প্রথম শস্যের গন্ধে উজ্জ্বল হচ্ছে ভোরের শুকতারা। কুয়াশার আবছা চাদর সরিয়ে এই গাঢ় সময়ে বাউলরঙা আলোয় কবিতা লিখলেন পিয়াল রায়, নীলাব্জ চক্রবর্তী, পিয়ালী বসু ঘোষ, প্রদীপ চক্রবর্তী, তন্ময় ধর, জয়ীতা ব্যানার্জী গোস্বামী, জ্যোতির্ময় মুখার্জী, হাসান রোবায়েত, বিপ্লব গঙ্গোপাধ্যায়, শিবু মন্ডল, দেবারতি চক্রবর্তী, হিয়া, জ্যোতির্ময় বিশ্বাস, সুকল্প দত্ত, সুপর্ণা মন্ডল এবং শুভঙ্কর পাল। সুদূর মেরুবৃত্তের তুষাররাজ্য আইসল্যন্ড থেকে নব্বই দশকের কবি গের্ডার ক্রিস্টনি রইলেন অনুবাদে।
No comments:
Post a Comment