আঁটো কবিতার ফিলিং
-নীলাব্জ চক্রবর্তী
শোক
তাঁকে অভিজ্ঞান দিয়েছেন
ভাষার ভেতর
মাঝবরাবর পড়ে থাকা
অধিবৃত্তের সমীকরণ আর লোকাস দিয়েছেন
সম্পর্কপ্রবণ
মাংসপ্রতিমার গায়ে এঁটে থাকা
এই এক প্রতিমাংসল ফ্রেম
দেবশর্মণে দেবে দেবান্তে
মৃত শব্দদের পোশাক বদলানো হচ্ছে তখন
আর
সূর্য পড়ছে
পাতাদের চোখে
আঁটো কবিতার সেই ফিলিং পড়ছে...
( ছবিঃ তেলোহ্ প্রি-কিউনিফর্ম মৃৎলিপি, সৌজন্যঃ লুভ্র মিউজিয়াম )
No comments:
Post a Comment