Sunday, 16 December 2018

মৃগশিরার মাসের কবিতা ১০

Image result for old tibetan inscription


অগ্রহায়ণ
                 -তন্ময় ধর

তোমার শ্বাসকষ্টের মতো অল্প শীত
হাঁটতে থাকে

জাতিস্মর এক গন্ধের ভেতরে
অপ্রয়োজনীয় আলোর মুখোশে
মৃদ্‌ভেদী এক মৃত অঙ্কুরোদ্গম

এত জাফরানরঙা
   স্মৃতিকাতরতা থেকে
পায়ের ধানের গন্ধ তুলে নিচ্ছে শূন্যতা

এতই ঊর্ণনাভ-সুখ
দেহের আবাদি শিখছে গর্ভফসলের ওপারে

আমি গিলে ফেলি কালপুরুষ-অভ্যেস





(ছবিঃ সারদা লিপি, সৌজন্যঃ উইকি) 

No comments:

Post a Comment