Sunday 16 December 2018

মৃগশিরার মাসের কবিতা ১৫

1

দুটি দৃশ্য
             -সুপর্ণা মণ্ডল


১.

কি বলবো আর
সব কথা উবে যাচ্ছে দৃশ্যা খোলা পেয়ে
উবে যাচ্ছে দিন

রক্তিম কিছু স্যান্ডেল আর অনবরত চড়াই
একদিকে ভাঙছে একদিকে গড়ছে কারিগর
ইঁটের উনুনে ভাত টগবগ করে ফুটছে।

অন্ধ হলেও বা কি বলার থাকত
যা অনুভব করছি তা-ই ছাড়া!

২.

কোথায় যাচ্ছি কি করছি
অভ্যােস চালিয়ে নিচ্ছে
আমি চলছি না সবসময়
আমাদের খাওয়া কখন শেষ হয়
কাকেরা তা জেনে যায়
শিশুদের লুকোচুরি খেলার মাঝে
হঠাৎ হারিয়ে যাচ্ছে কেউ
শিউলিফুল মাড়িয়ে
গানের স্কুলের পিছন দিয়ে
একটা ইঁদুর চলে গেছে বলে
এপাড়ায় বিড়ালের গতায়াত বেশি।





( ছবিঃ উত্তর পাইসিন শিলালিপি, সৌজন্যঃ লিস্টভার্স )

No comments:

Post a Comment