হেমন্তের ডাহুক
-শিবু মণ্ডল
রাতের ঢাকনা খুলে বেরিয়ে আসা ডাহুক
তার আর কী আছে?
অক্ষর ধবনি, মুছে যাওয়া সঙ্গমরীতি
আরমাফলারে ঢাকা শীতসুখ
ঘুম ভেঙ্গে বেরিয়ে আসা শমন
তার আর কী আছে?
বন্ধ হয়ে থাকা ঘড়ি, তার থেকে বেরিয়ে যাওয়া গান
আর জলহীন নল খুললেই অনন্ত ভ্রমণ !
কার্ত্তিক খুলে বেরিয়ে আসা তারামণ্ডলের মধ্য দিয়েই
একফোঁটা জল হেঁটে যায় শিশিরের পথে
ঘরে ঘরে জ্বলে ওঠে দীপাবলি আলো
বটগাছের বেদীতল থেকে শুরু হওয়া নগরকীর্তন
ভাঙা ঋতু হাতবদল করে নেয় অবস্থানটুকু
( ছবিঃ ব্রাহ্মী শিলালিপি, সৌজন্যঃ ওয়েবদুনিয়া )
No comments:
Post a Comment