হে বেওয়ারিশ
-জ্যোতির্ময় মুখার্জি
#
এইসব চাঁদমারি রাতে
মারিব মরিব। দুজনেই ভিনদেশি
ঢুকে পড়ছে খোলা জিভ। বেইমান
ওরাও মাদল হতে জানে
ওপারে যাবার ছলে ঠোঁটগুলো সব চুমু হয়ে গেল
#
ঢেউ দিয়েছে নদী
ক্ষমা করো। ক্ষমা করো। হে বেওয়ারিশ
এলোমেলো। স্তন খোলো। পালক রেখো না
#
তোমারো কি মনে হয়?
প্রতিটা দরজাই আদতে এক পায়ে দাঁড়িয়ে থাকা ঈশ্বর?
আদতে ভাসমান। বাড়ন্ত হা
ক্ষতটুকু মুছে নিলে
মাপজোক। কায়া-ছায়া। বেঢপ আয়না
( ছবিঃ হায়ারোগ্লিফিক লিপি, সৌজন্যঃ পিন্টারেস্ট )
No comments:
Post a Comment