Sunday 16 December 2018

মৃগশিরার মাসের কবিতা ৮

Image result for cuneiform script

নির্বাসন 
             -পিয়ালী বসু ঘোষ 


নির্বাসন থেকে ফিরে আমি কি করবো !
ছোট ছোট শহরে বিষন্ন গিটার বাজলেও
ম্যাজিকাল কিছু ঘটবে না

বুকের ভিতরে যে আশ্চর্য ম্যাজিক দেখে,একটা আস্ত যাদুঘর বানিয়েছিলে কখনও
এসো এবছর সেখানে শীত জড়ো করি

এরপর, কখনও বসন্ত আসবে না জেনে
বোকাসোকা আয়নায় তাক করে
একটি মেয়াদোত্তীর্ণ পিস্তল থেকে অবিরাম আক্ষেপ ছুঁড়ি

(ছবিঃ কিউনিফর্ম লিপি, সৌজন্যঃ উইকি)

No comments:

Post a Comment