Sunday, 16 December 2018

মৃগশিরার মাসের কবিতা ১৩

File:Ateshgah door 18 inscription.png

কবিতা,যা কবিতা নয় 
                       -জয়ীতা ব্যানার্জী গোস্বামী

(১)

অপেক্ষার মতো অবাধ্যতা আর কিছুতে নেই । বড় বেশি একরোখা,যাদের প্রেম ছেড়ে যায় ।

শীত,বরফ,কুয়াশা-এসব শব্দ নিয়ে আমি আর লিখবো না,ভাবি । লিখি খাদ,লিখি গড়াতে গড়াতে ছোট হয়ে আসা ।

প্রিয় প্রিয় ভ্রমণ,তোমায় বসিয়ে রেখে পাইনের বনে,জেনো এবছরও শহরমুখী হবো ।

খোঁজ নিও। গাছেরা তো জানতে দেবে না । আমাকে কি কিনে নেওয়া সহজ ভীষণ,জাদুমণি ?

(২)

চমৎকার কিছু লিখে ফেলবো, এ অহংকারে আমার আর লেখা হয় না । বিকেলের মুখোমুখি বসে ছ আনার দিন গুজরানে টুকে নিই সূর্যাস্ত,আকাশবাতি,পাখিদের ফেরা।

"আলস্য কি অজুহাত!  অজুহাত কি প্রিয় বিষয় নয় ?"

আমাকে পড়তে পেরে সবথেকে খুশি হতো যে,তার চোখে চোখ রেখে এটুকু বলতে চেয়ে দেখি,এক আস্ত জন্মদিন হাত থেকে পড়ে ভেঙে গ্যাছে ।

( ছবিঃ আতেশগাহ শিলালেখ, সৌজন্যঃ উইকি )

1 comment: