Sunday, 16 December 2018

মৃগশিরার মাসের কবিতা ৫




বেওকুফ
            -পিয়াল রায়


সবকিছু আমি দেরিতে  বুঝি

যেমন ধরো ছুরি থেকে মাংসের দূরত্ব
অথবা
আকাশ হারিয়ে ফেলা বোকাটে পাখিদের

সঙ্গীদের ছন্নছাড়া পালকের মধ্যেও
কী নিদারুণ নিশ্চিন্তে চোখ বুজে
ঘুমোতে পারে  !

এ বয়সে এসেও প্রাক্তন পাখিদের ফুলো ফুলো ঠোঁট
পুড়তে থাকে তামসিক জ্বরে
আর ঝুড়ির ভিতর চলে সমর্পণের মহরত


ছুরি থেকে মাংসের দূরত্ব ক্ষীণ হয়ে আসে

তবু কী অসীম উচ্ছাস
  পাখিদের সাথে পাখিদের

এসব আমি দেরিতে বুঝি

এমন দেরিতে

যখন আর না বুঝলেও চলে

( ছবিঃ মেরোয়াতিক শিলালেখ, সৌজন্যঃ আলোর মিছিল আন্তর্জাল)

No comments:

Post a Comment