Sunday 16 December 2018

মৃগশিরার মাসের কবিতা ৭



রোদঘড়ি এবং ছায়ার কিংবদন্তি 
                                           -বিপ্লব গঙ্গোপাধ্যায়  

বর্ধিষ্ণু  বেলার দিকে গড়িয়ে যাচ্ছে  ভাতঘুম 
আলস্য  ঠিকরে প্রশান্তি  এনে দিচ্ছে জন্মান্তর
তার কোন হাতঘড়ি  নেই
সময়ের ফিতে দিয়ে কেউ বাঁধবে না তাকে এই অবেলায়

তবু পৃথিবী  ঘুরছে
রোদ পুড়তে পুড়তে
ছায়ার কিংবদন্তি  ইতিহাসে ঢুকে যায় নিভৃতে

ঘুম
এক পশলা ঘুমের ভেতরেও ছড়ি ঘোরাচ্ছে জাতিস্মর  ছায়া

রোদ নিভে আসছে।

( ছবিঃ খরোষ্ঠী লিপি, সৌজন্যঃ অনুশীলন আন্তর্জাল )

No comments:

Post a Comment