Sunday, 16 December 2018

মৃগশিরার মাসের কবিতা ১১

estampage-senarath-পারানাভিতানা-palumakichchava-শিলালিপি-Anuradhapura-শ্রী-শ্রীলঙ্কা-chandima-ambanwala-পুরাতত্ত্ব-LK-3

শ্বাসাঘাতের সাম্রাজ্য
                                    -হিয়া


ঘমণ্ডীর অঞ্চলে দাঁড়িয়ে প্রত্যাদেশ
দিচ্ছিলাম,
“যাও গিয়ে সৈন্য যোগাড় কর।“
ইনিয়েবিনিয়ে কথা বলা প্রেমিক
রাগীরূপ ছেড়ে ডিপি বদলাল
ভেলভেটি প্রেমিকার মন গলাতে।
প্রেমিকা ততক্ষণে শীতকালেই চড়ে বসেছে
গ্রীষ্মকালের বাইক-
দ্রবীভূত নোনা জলে প্রেম তখন বিপ্লবী প্রজা
(হে হে, বাকি প্রেমিকেরা মোজা!)
ভুলন্ত মনে সবকিছু শুকোলেও
আঙুর পরীক্ষায় উত্তীর্ণ হয় না সব শেয়াল!
গৃহযুদ্ধ বাড়লে তুর্কীদের দোষ দেওয়া যায়
কী?


(ছবিঃপলুমুকাতুকা শিলালিপি, সৌজন্যঃ শ্রীলঙ্কা পুরাতত্ত্ব বিভাগ)

No comments:

Post a Comment