স্তবক
-অভ্রদীপ গোস্বামী
আমার স্তবকগুলি বৃষ্টিফোঁটার মত ঝরে পড়ছে
দুলতে থাকা পাতার সরু শিরা বেয়ে
গড়িয়ে পড়ছে
একটি স্তবক নামছে পাহাড়ি জানালায়
মেয়েটির খুলে রাখা খুলে রাখা কোথায় যেন
একটি স্তবক খুঁজছে ছন্দ যতি ললিতকলায় গভীরতা
একটি স্তবক স্কন্দকাটার মত কেটে আনছে রস অলংকার
সবকটি জমা হচ্ছে একটি সাদা খাতায়
আমার কৈশোরের আরাধ্য নৌকাটি
আঁকছি শেষ স্তবকে
ভেসে যাব
যেমন ভেসে গেছে আমার স্তবক স্তাবকের
বৃষ্টিফোঁটায়।
কোথায় যেন কোথায় যেন
পাহাড়ি গাছগাছড়া আর তোমার জানলায়
(ছবিঃ মাইকেল জেমস)
No comments:
Post a Comment