প্লাস্টিকের লেখা
-অভিষেক ঘোষ
প্রতিটি লেখার মুখমণ্ডল জন্ম সময় বাপের নাম ভিটের নাম একহয়ে গেলে তাকে এরম এক ইজিচেয়ারে চাপিয়ে পিছন ধরে বিকেলের পার্কে মৃদু কেশরিত বাতাসের প্রাঙ্গণে ইয়ে মাখাতে মাখাতে ঘুরিয়ে আসি
যদি তাতে একটু পাল্টে যায় ভুরুর লোম যদি তাতে একটু পাল্টে যায় পাকা চুলের লেজ যদি তাতে একটু পাল্টে যায় তিলের মহাশূন্য তবেই তো তাকে আবার ঘরের দোয়াতে এনে রাখব
দোয়াত ভেঙে যদি কেউ কোনদিন বেড়িয়ে থাকে তার পিছন পিছন কিছুদূর যাওয়ার পরেই ট্রামলাইন হারিয়ে যায় ও আকাশের পাখিরা যারা হারিয়ে গেছে,বহু বহু শতাব্দী হারিয়ে আছে তাদের চিনতে পারে...
শুধু বাপের নাম ও জন্ম ভিটে পাল্টে গেছে এখন।
(ছবিঃ মিরেইরা ইজকুইয়ের্দো)
অভিষেক দা , তোমার এ কবিতার চেয়েও অনেক ভালো লেখা পড়েছি।
ReplyDeleteপ্লাস্টিকের ডিম, যেমন খেতে নেই... তেমনই এটিও...
Delete