Monday 7 August 2017

নভস্যের কবিতা ২

Image result for abstract painting mexico

বাতিল  অসুখ 
                -বিপ্লব গঙ্গোপাধ্যায় 

নিজেকে দেখার জন্য উৎসুক হয়ে আছে  বন্ধ জানলা
তবু দরজা তালাবন্দী  অপারগ ভাঙার অভ্যাসে
চৌকাঠ নড়ে উঠল অচেতন  বিধ্বস্ত আলোয়
ফিনফিনে অন্ধকার  মিহি  চোখে চেয়ে আছে
গাঢ়  লালসায়
বিক্ষুদ্ধ চিরকুটে  তোমার কৈফিয়ত

 আয়নায় মেলে দিচ্ছে অবয়ব  কার ?
এপার ওপার ফেরিঘাট
নিজেই নিজের শব বয়ে নিয়ে যাচ্ছে সময়
বাতিল অসুখগুলি  মাঝে মাঝে  আলো পায় , জল পায়  ভালোবাসা পায় ।

(ছবিঃ সান মিগুয়েল দে আলেন্দে)

No comments:

Post a Comment