রূপকথা
-শৌভিক দে সরকার
একটি দেশ ক্রমশ ছোট হতে হতে নো-ম্যান্স ল্যান্ড হয়ে ওঠে
একটি উধাও জমি ক্রমশ ছোট হতে হতে জলের বারান্দা হয়ে ওঠে
একটি চরাচর ক্রমশ ছোট হতে হতে তিলার্ধ,
বাষ্পরেণুর আঁচড় হয়ে ওঠে।
পাহাড়ের গোড়ালির কাছে গেঁথে যাওয়া
কাঁচের টুকরোরা জানে এইসব
ফিকে হয়ে যাওয়া রূপকথা, গাঢ় চোখ, কণ্ঠার হাড়
বিবৃতির পর্বগুলি পার হয়ে যাওয়া নাভিখাত,
জানে নদীটির বুকে আকাঙ্খার মত দাঁড়িয়ে থাকে
অসমাপ্ত সেতু, গীতালদহ জংশন!
(ছবিঃ উইলেম দে কুনিং)
দারুন শৌভিক দা
ReplyDelete